জাতীয়

লটারির মাধ্যমে কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে: খাদ্যমন্ত্রী

সরকারীভাবে এবার যে বোরো মৌসুমে সিদ্ধ চাল, আতপ চাল, ধান কেনা হবে, তা কৃষি বিভাগের তালিকা অনুযায়ী প্রতিটি ইউনিয়ন থেকে লটারি করে প্রকৃত কৃষকদের কাছ থেকে, এমন নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে নওগাঁ সদর এলএসডি গুদাম চত্বরে বোরো ধান চাল সংগ্রহের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ধান চাল ক্রয়ে কোন প্রকার রাজনৈতিক বা মধ্যস্বত্বভোগীরা যাতে প্রভাব না ফেলে সেজন্য দেশের সকল ডিসি ফুড কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, সরকার দূর্য়োগ মোকাবেলায় যে পরিমান ত্রান দেয়া হচ্ছে ফলে গুদাম ফাঁকা হচ্ছে।যতদিন পর্যন্ত সরকারের এই ত্রান কার্যক্রম চলবে তার উপর নির্ভর করে প্রয়োজনে আরও চাল কেনা হবে বলেও উল্লেখ করেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, সরকারীভাবে এবার বোরো মৌসুমে ৩৬ টাকা দরে ১০ লাখ মেট্রিকটন সিদ্ধ চাল, ৩৫ টাকা দরে দেড় লাখ মেট্রিকটন আতপ চাল কেনা হবে। সেই সঙ্গে  মিল মালিকদের কাছ থেকে প্রতি কেজি ২৭ টাকা দরে ৮ লাক্ষ মেট্রিকটন ধান কেনা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − five =

Back to top button