Lead Newsখেলাধুলা

লাইভে এসে রামদা দেখিয়ে সাকিবকে হত্যার হুমকি (ভিডিও)

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে লাইভে এসে হত্যার হুমকি দিয়েছে এক যুবক। সম্প্রতি এক ফেসবুক লাইভে এসে দা দেখিয়ে প্রকাশ্যেই এই হুমকি দেন মহসিন তালুকদার নামের ওই যুবক। তার বাড়ি সিলেটের সদর উপজেলার শাহপুরস্থ তালুকদার পাড়ায়।

লাইভে হুমকিদাতা যুবক মহসিন এসময় সাকিবকে অকথ্য ভাষায় গালিগালাজও করেন। Mohsin Talukdar নামের ফেসবুক আইডি থেকে লাইভ করার একপর্যায়ে তিনি দা উঁচিয়ে সাকিবকে হত্যার হুমকি দেন। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে চরম আক্রমণাত্মক ভঙ্গিতে সেখানে জানান, ‘তুই দেশে আয়। তোর জন্য রেখেছি (দা তাক করে)। দেখবো তোকে কে রিসিভ করে। আমি মহসিন তালুকদার, লাইভে বলছি, বারবার বলছি, তুই দেখ।’ পুরো লাইভ ভিডিও জুড়েই সাকিবকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন মহসিন। 

সম্প্রতি সাকিবের কলকাতা ভ্রমণে কালীপূজার অনুষ্ঠানে যোগদান ও সেলফি তুলতে চাওয়া ভক্তের মুঠোফোন ছুঁড়ে ফেলার খবর নিয়ে জঘন্য ভাষা ব্যবহার করেন তিনি। এছাড়া ‘সাকিব কোয়ারেন্টাইন পালন করেননি’ মর্মেও অসন্তোষ প্রকাশ করেন মহসিন।

সাকিবকে গালিগালাজ করে পাকিস্তানের ক্রিকেটারদের অনুসরণ করার কথা পরামর্শ দিয়ে ওই যুবক বলেন, ‘তুই কিতা পাকিস্তানের ক্রিকেটারদের দেখছস না? তোরতো তারারে দেখা উচিৎ। তুই মুসলমানের বাচ্চা হইয়া গেছোস পূজা উদ্বোধন করতে। কলিজাত তুই আঘাত দিছস। তোরে ফাইলে আমি কোপাইয়া কাটিমু। সবাই হুনিয়া রাখইন আমি মহসিন তালুকদার কইরাম। সাকিবরে ফাইলে আমি কোপাইয়া কাটিমু।’

[embedyt] https://www.youtube.com/watch?v=HTIIFg-1-dw[/embedyt]

হুমকিদাতা আরও জানান, ‘আমার লাইভ যতজন দেখছেন, সবাই শেয়ার করবেন। আমি মহসিন তালুকদার। আমি প্রয়োজনে হেঁটে ঢাকা যাব। ঢাকা গিয়ে নির্মমভাবে সাকিবকে হত্যা করারও হুমকি দেন ওই যুবক।

ওই যুবক আরও বলেন, ‘কয়দিন আগে না তুই দাড়ি রাখলি?’ শেষে মহসিন সাকিবকে কেটে টুকরো টুকরো করার হুমকি দেন এবং জনসম্মুখে ক্ষমা প্রার্থনার আহ্বানও জানান।

পরে রোববার ভোরে আরও একবার লাইভে এসে মহসিন তার ওই উগ্র আচরণের জন্য অনুতপ্ত হন, ক্ষমা চান। যদিও এই প্রতিবেদন লেখার সময় তার সেই হুমকি দেয়া লাইভ ভিডিওটি ফেসবুক থেকে সরিয়ে ফেলা হয়েছে।

এ ব্যাপারে এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) এবিএম আশরাফ উল্লাহ তাহের বলেন- সাকিব আল হাসান বাংলাদেশ তথা বিশ্বের সম্পদ। তাকে প্রাননাশের হুমকির বিষয়টি নজরে আসার পরপরই পুলিশের সকল বাহিনী তাকে গ্রেপ্তারে মাঠে নেমেছে। পাশাপাশি তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন- সাকিবের বিষয়টি দু দেশের ধর্মীয় সম্প্রীতির একটা উদাহরণ। এসব বিষয়ে উস্কানি পুলিশ গুরুত্ব দিয়ে দেখছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − four =

Back to top button