লালমনিরহাটে কিশোরীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কিশোরীকে (১৫) ‘সংঘবদ্ধ ধর্ষণ’ মামলার প্রধান আসামি নুরু মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, গ্রেপ্তার নুরু মিয়া কালীগঞ্জ উপজেলার তালুক বানিনগর এলাকার মজিবর রহমান মজির ছেলে।
শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ। এর আগে ওই মামলার আরেক আসামি রকিকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলা সুত্রে জানা যায়, গত ৬ অক্টোবর ট্রেনে পাটগ্রাম থেকে এসে কালীগঞ্জের কাকিনা রেল স্টেশনে নেমে একটি দোকানে খাওয়ার জন্য ঢোকে ওই কিশোরী এবং ট্রেন মিস করে । সেখানে থাকা রকি কৌশলে তাকে ইজিবাইকে গন্তব্যে পৌঁছে দেয়ার কথা বলে নিয়ে যায়। এরপর অনেক সড়ক ঘুরিয়ে রাতে একটি সেচপাম্পের ঘরে নিয়ে রকি ও তার তিন বন্ধু মিলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। বিষয়টি দেখে ফেলে অপর একটি গ্রুপের তিন যুবকও কিশোরীকে ধর্ষণ করে। পরদিন সকালে মুক্তি পেয়ে সেখান থেকে কালীগঞ্জ প্রেসক্লাবে গিয়ে সাংবাদিকদের ঘটনাটি জানায় সে। পরে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়।
এঘটনায় দায়ের করা মামলায় রকি ও নুরুসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানান ওসি মো. সাজ্জাদ ।