পাটগ্রাম উপজেলায় বুড়িমারী স্থলবন্দরে শহীদুন্নবী জুয়েল নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় বুড়িমারী কেন্দ্রেীয় জামে মসজিদের খাদেমের পর মুয়াজ্জিন আফিজ উদ্দিনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর দেড়টায় লালমনিরহাট জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি এ ঘটনায় জড়িত।
গ্রেফতার মুয়াজ্জিন আফিজ উদ্দিন (৫০) বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের ফউমুদ্দিনের ছেলে।
এ ঘটনায় পৃথক তিন মামলায় এখন পর্যন্ত ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১৮ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার ৯ আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এছাড়া ঢাকায় গ্রেফতার হত্যা মামলার প্রধান আসামি আবুল হোসেনের (৪৫) পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এদিকে মসজিদের খাদেম জোবেদ আলীসহ (৬০) দুইজন আমলি আদালত ৩-এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফেরদৌসী বেগমের আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এছাড়াও রিমান্ড ছাড়াই জবানবন্দি দিয়েছেন আব্দুল গণি নামের একজন।