ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছিল দারুণ ছন্দে উড়তে থাকা অলিম্পিক লিওঁ। তবে শেষ চারের লড়াইয়ে বায়ার্ন মিউনিখের সামনে আর পেরে উঠল না। ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন।
গতকাল বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচে লিওঁকে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন। দলের হয়ে জোড়া গোল করেছেন সের্গে জেনাব্রি। বাকি গোলটি এসেছে রবার্ট লেভানদোভস্কির পা থেকে।
আগামী রোববার ইউরোপসেরা প্রতিযোগিতার ফাইনালে ফরাসি ক্লাব পিএসজির মুখোমুখি হবে বায়ার্ন। গত মঙ্গলবার প্রথম সেমিফাইনালে লাইপজিগকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে টমাস তুখেলের দল পিএসজি।
লিসবনে গতকাল লিওঁর শুরুটা ছিল আশা জাগানিয়া। ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারতো তারা। পাল্টা আক্রমণে বায়ার্নের ডি-বক্সে ঢুকে যান মেমফিস ডিপাই। কিন্তু গোলরক্ষক নয়ারের বাধা এড়িয়ে শট নিলেও সেটা জালে জড়ায়নি।
ম্যাচের ১৮ মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন। মাঝমাঠ থেকে লম্বা পাস ধরে প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়ের মধ্যে দিয়ে ছুটে গিয়ে ডি-বক্সের মুখ থেকে বুলেট গতির শটে গোলটি করেন জিনাব্রি।
৩৩ মিনিটে সহজ গোলে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান মিডফিল্ডার। বাঁ দিক থেকে ইভান পেরিসিচের গোলমুখে বাড়ানো পাস পেয়ে ঠিকমতো শট নিতে পারেননি লেভানদোভস্কি, ফিরতি বল অনায়াসে জালে পাঠান জিনাব্রি। এবারের চ্যাম্পিয়ন্স লিগে এটি তাঁর নবম গোল।
আর শেষের গোল দেন লেভানদোভস্কি। ৮৮ মিনিটে লাফিয়ে দারুণ এক হেডে বল জালে ঠিকানায় পাঠান তিনি। সব মিলিয়ে চলতি মৌসুমে ৫৫টি গোল করলেন এই পোলিশ স্ট্রাইকার।