লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার গুঞ্জন বারবারই হয়েছে, এবং প্রতিবারই মিথ্যা প্রমাণিত হয়েছে। কিন্তু গত কিছুদিন ধরে পরিস্থিতি বদলে গেছে। ক্লাব এবং কোচের ওপর বেশ বিরক্ত মেসি বেশ কয়েকবার প্রকাশ্যে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। এতে তার দলবদলের গুঞ্জন আরও ডালপালা মেলেছে। তবে বার্সা সভাপতি বরাবরের মতোই বলে আসছেন, মেসি বার্সা থেকেই ক্যারিয়ার শেষ করবেন। এবার ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড বলছেন, মেসির ক্লাব ছাড়ার ব্যাপারে ভাবা উচিত।
এই সাবেক তারকা বলেছেন, ‘প্রশ্ন হচ্ছে মেসি কী ভাবছে? সে আজ রাতে বাসায় যাওয়ার পথে কী চিন্তা করবে? ক্লাবটি বর্তমানে যে পারফরম্যান্স দেখাচ্ছে, এবং ইউরোপের অন্যান্য দলের তুলনায় দলের খেলোয়াড়দের যে অবস্থা- এ নিয়েই এখন ভাবা উচিত তার। ওর পক্ষে কি সম্ভব সেখানে থেকে আরও কিছুদিন অপেক্ষা করা? ফুটবল জীবনটা খুব দ্রুত শেষ হয়ে যায়। সে এখনো যেভাবে খেলাটায় প্রভাব ফেলতে পারে সেটা হয়তো আর দুই বছর পারবে। এখন সে কি বড় শিরোপা পাওয়ার জন্য চেষ্টা করবে না? আমি জানি না।’
খেলায় জয়-পরাজয় থাকে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বায়ার্নের কাছে ৮ গোল খাওয়ার পর বেজায় চটে আছে বার্সা সমর্থকেরা। এই ভঙ্গুর দলে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির থাকা উচিত কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ২০২০-২১ মৌসুম পর্যন্ত মেসির সঙ্গে বার্সার চুক্তি আছে। সম্প্রতি ক্লাব থেকে চুক্তি নবায়নের উদ্যোগ নেওয়া হলেও মেসি তা পিছিয়ে দিয়েছেন। নেইমারকে পিএসজি থেকে আনার ব্যাপারে তিনি ক্লাবকে চাপ দিয়েই যাচ্ছেন। কারণ নেইমার, জাভি হার্নানদেজ ও আন্দ্রেস ইনিয়েস্তা চলে যাওয়ার পর এই মুহূর্তে বার্সায় তার যোগ্য সঙ্গী নেই।