লিবিয়ায় মানবপাচারকারী ও মিলিশিয়াদের হাতে আরও ১৯ বাংলাদেশি আটক রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। সেখানে তাদের ওপর নির্যাতন চালানো হচ্ছে বলে লিবিয়ায় অবস্থানরত এক বাংলাদেশির বরাত দিয়ে জানান মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বুধবার রাতে বলেন, ত্রিপলী থেকে ১৩৫ কিমি. দূরে মিলিশিয়াদের হাতে ১৯ জন বাংলাদেশি আটক রয়েছে বলে জানতে পেরেছি। লিবিয়াতে বসবাসরত একজন বাংলাদেশি সেখানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, লিবিয়ায় মানবপাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নির্মমভাবে নিহত হওয়ার ঘটনায় দেশটির অন্যতম হোতা নিহত হয়েছে বলে লিবিয়ার সংবাদমাধ্যম থেকে জেনেছি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের রাষ্ট্রদূতের মাধ্যমে জেনেছি যে, লিবিয়ায় অন্য একটি মাজরাতে আরও ১৯ জন বাংলাদেশি আটক রয়েছেন। মুক্তিপণের জন্য তাদের ওপর নির্মম নির্যাতন চলছে। তবে তাদের পরিচয় এখনো আমরা জানতে পারিনি।
সূত্র : যুগান্তর