‘এসপিসি গ্রুপ’ নামক এক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। কিন্তু চুক্তির দুই মাস না যেতেই তা বাতিলের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের আইকন ক্রিকেটার। গত এপ্রিলে এই প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হন মাশরাফি।
চুক্তি অনুযায়ী কোম্পানিটি তাদের পণ্যের প্রচারে দেশের সেরা ক্রিকেট আইকনের ছবি ও ধারণকৃত ভিডিও ব্যবহার করতে পারতো। মাশরাফির ছবি ও ভিডিও ব্যবহারের বিনিময়ে নড়াইলে ১০০টি উন্নতমানের সিসিটিভি স্থাপনসহ সামাজিক উন্নয়নে কাজ করার কথা প্রতিষ্ঠানটির।
কিন্তু পরে মাশরাফি জানতে পারেন, কোম্পানিটির ব্যবসার ধরন সম্পর্কে তাকে ভুল ধারণা দেয়া হয়েছে। এই কারণেই চুক্তি বাতিল করেছেন মাশরাফি।
মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পেজে চুক্তি বাতিলের বিষয়ে মাশরাফি বলেনÑ গত এপ্রিলে আমি ‘‘এসপিসি গ্রুপ’’ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলাম। তাদের সঙ্গে আমার চুক্তি ছিল, ‘শুভেচ্ছা দূত’ হিসেবে তারা তাদের প্রতিষ্ঠানের প্রচারে আমার ছবি ও ধারণকৃত ভিডিও ব্যবহার করতে পারবে।
বিনিময়ে তারা নড়াইলে ১০০টি উন্নতমানের সিসিটিভি স্থাপনসহ সামাজিক উন্নয়নের কাজ করবে। কিন্তু সম্প্রতি আমি জানতে পেরেছি, তাদের প্রতিষ্ঠান সম্পর্কে যে ধারনা আমাকে দেয়া হয়েছিল, তাদের ব্যবসার ধরন তা নয়।’
মাশরাফি বলেছেন, ‘দুই বছরের চুক্তি থাকলেও দুই মাসের মধ্যেই তাদের সম্পর্কে জানার পর আমি তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যেই আমি তাদেরকে উকিল নোটিশ পাঠিয়েছি, আনুষ্ঠানিকভাবে চুক্তি শেষ করার আইনি প্রক্রিয়া এগিয়ে নিচ্ছি। আমি সবাইকে অনুরোধ করবো, আমার নাম বা ছবি দেখে বিভ্রান্ত হয়ে এই প্রতিষ্ঠানের সঙ্গে না জড়াতে।’
এসপিসি গ্রুপ ডিজিটাল উন্নয়নকে একরকম হাতিয়ার বানিয়ে সাধারণ মানুষদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার ফাঁদ পেতেছিল। মাত্র ২০ সেকেন্ড সময় ব্যয় করে বিজ্ঞাপন দেখলে আয় হবে ১০ টাকা।
এর জন্য দরকার প্লে-স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড আর এসপিসি গ্রুপের কোম্পানিতে আইডি খুলতে দিতে হবে এক হাজার ২০০ টাকা! জানা গেছে, এমন লোভনীয় অফারের আড়ালে রয়েছে এমএলএম ব্যবসা।