Breakingতথ্যপ্রযুক্তি

ল্যাপটপ গরম হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান

করোনা মহামারির কারণে এখন ঘরে বসে হোম অফিস করতে হচ্ছে অনেককেই। ফলে ল্যাপটপের উপর চাপ বাড়ছে। চাপের কারণে অনেক সময়ই ল্যাপটপ গরম হয়ে যায়। ফলে ল্যাপটপের অনেক ধরনের ক্ষতি হতে পারে।

কিছু নিয়ম মানলে এই ক্ষতি এড়িয়ে চলা যেতে পারে।

গরম হওয়ার কারণ:
নানা কারণে ল্যাপটপ গরম হতে পারে। এর একটি সাধারণ কারণ হচ্ছে- ধুলা পড়ে বাতাসের প্রবাহ বন্ধ হয়ে যাওয়া। ধুলায় ল্যাপটপের এক্সস্ট গ্রিল আটকে বাতাস বের হতে পারে না, ল্যাপটপ অতিরিক্ত গরম হয়। এক্সস্ট গ্রিলে জমা ধুলা ঝেড়ে ফেলুন।

কুলিং ফ্যান:
ল্যাপটপের ভিতরের কুলিং ফ্যান মূলত ল্যাপটপকে ঠান্ডা রাখে। দীর্ঘক্ষণ ব্যবহারের কারণে ওভার হিটিং-এর ফলে ল্যাপটপ গরম হয়। এক্ষেত্রে চার পাঁচ ঘণ্টা পর ল্যাপটপটি রিস্টার্ট করে নিতে হবে। এছাড়াও ল্যাপটপে থাকা কুলিং ফ্যান নিয়মিত চেক করতে হবে।

কুলিং প্যাডের ব্যবহার:
ল্যাপটপের ওভার হিটিং নিয়ন্ত্রণে কুলিং প্যাড ব্যবহার করা যেতে পারে। এর ফলে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে।

ল্যাপটপ স্ট্যান্ডের ব্যবহার:
ব্যবহারের সময় ল্যাপটপ শক্ত জায়গায় রাখার কারণে কুলিং ফ্যান ঠিকভাবে ভিতরের বাতাস বাইরে বের করে দিতে পারে না। ফলে ল্যাপটপ গরম হয়ে যায়। ল্যাপটপটি যদি কোন স্ট্যান্ডে রেখে কাজ করা হয় তাহলে এই সমস্যা ঘটবে না। ল্যাপটপটিও ঠান্ডা থাকবে এবং ভাল পারফর্মমেন্স দেবে।

সব সময় চার্জ নয়:
পুরোপুরি চার্জ হয়ে গেলে বৈদ্যুতিক সংযোগ থেকে চার্জার খুলে নিয়ে ব্যাটারি থেকে ল্যাপটপ চালান। সব সময় চার্জার যুক্ত করে রাখা ঠিক নয়, এতে অতিমাত্রায় গরম হয়ে ব্যাটারি তার কর্মক্ষমতা হারায়। চার্জের জন্য ল্যাপটপের আসল চার্জার ব্যবহার করুন।

বিছানা বা বালিশ এডিয়ে চলুন:
বিছানা বা বালিশে ল্যাপটপ রেখে কাজ করা থেকে বিরত থাকুন। এভাবে ব্যবহার করলে ল্যাপটপের কুলিং ফ্যান বাতাস পাস করতে পারে না। ফলে ল্যপটপ ওভার হিট হয়। এক্ষেত্রে একটি ফোল্ডেবল বেড স্টাডি টেবিলের ওপর ল্যাপটপটিকে রেখে কাজ করুন। এতে করে ফ্যান সহজেই হিট নির্গমন করতে পারবে, আপনার ল্যাপটপটিও ঠাণ্ডা থাকবে। এই বেড স্টাডি টেবিলগুলির দাম ৫০০ টাকা থেকে ২,০০০ টাকার মধ্যে পড়বে।

পরিবেশ ঠান্ডা রাখুন:
যেখানে ল্যাপটপ ব্যবহার করবেন সে পরিবেশ ঠান্ডা রাখতে চেষ্টা করুন। সরাসরি রোদ বা প্রচণ্ড গরমের মধ্যে ল্যাপটপ ব্যবহার করলে ওভারহিটিং-এর সমস্যা দেখা দিতে পারে। ফ্যান বা এয়ারকন্ডিশনার চালিয়ে ঘর ঠান্ডা করে ল্যাপটপ ব্যবহার করলে ল্যাপটপ ভাল পারফর্মমেন্স দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =

Back to top button