Lead Newsআন্তর্জাতিক
লড়াই করোনার বিরুদ্ধে, একে অপরের বিরুদ্ধে নয়: বাইডেন
করোনা মার্কিনিদের বিভক্ত করেছে, ক্রোধান্বিত করেছে এবং একজনকে আরেকজনের বিরুদ্ধে উস্কে দিয়েছে। তবে মনে রাখতে হবে এই লড়াই একে অপরের বিরুদ্ধে নয়, ভাইরাসটির বিরুদ্ধে।
স্থানীয় সময় বুধবার থ্যাংকসগিভিং উপলক্ষ্যে দেয়া ভাষণে এসব কথা বলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
করোনার সংক্রমণ ঠেকাতে এবার থ্যাংকস গিভিং উৎসবের নানা আচার পালন করা থেকে বিরত থাকার অনুরোধ করেন বাইডেন। একইসাথে করোনাকে পরাজিত করার বিষয়ে আশা প্রকাশ করেন তিনি।
মার্কিনিদের আবারও স্বাভাবিক জীবনে ফেরানোর প্রত্যয় ব্যক্ত করেন বাইডেন। বিভক্তির এই সময় পার হয়ে গেলে মার্কিনিরা আবারও ঐক্যবদ্ধ হবেন বলে আশা প্রকাশ করতেন তিনি।