তথ্যপ্রযুক্তি

শক্তিশালী ব্যাটারির গ্যালাক্সি এম৩১ এখন বাজারে

শক্তিশালী ব্যাটারির গ্যালাক্সি এম৩১ এখন বাজারে

বাজারে ছয় হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারির নতুন স্মার্টফোন গ্যালাক্সি এম৩১ আনল স্যামসাং বাংলাদেশ।

স্মার্টফোনটি স্যামসাং বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট http://galaxyshopbd.com থেকে ২৩,৯৯৯ টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এছাড়াও, সরকারের নির্দেশনা অনুযায়ী সারা দেশে দোকান খোলার পর ক্রেতারা রিটেইল স্টোর থেকে স্মার্টফোনটি কিনতে পারবেন।

ফোনটি দিয়ে ব্যবহারকারীরা ব্যাটারি ব্যাকআপের চিন্তা ছাড়াই দীর্ঘক্ষণ ভিডিও স্ট্রিমিং, গেম খেলা ও ছবি তোলার সুযোগ পাবেন। দ্রুতগতিতে চার্জের সুবিধা দিতে এতে থাকছে টাইপ সি ক্যাটাগরির ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা।

গ্যালাক্সি এম৩১ এর পেছনে ৬৪ মেগাপিক্সেলের মেইন ক্যামেরাসহ তিনটি ক্যামেরা রয়েছে। ডেপথ, নিখুঁত ও ঝকঝকে ছবি তোলাসহ এর ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্সসহ ১২৩ ডিগ্রি ফিল্ড অব ভিউ দিয়ে পুরো দৃশ্যবস্তুর ডিটেইল ছবি তোলা যাবে। স্মার্টফোনটির ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ব্যবহার করে দৃশ্যবস্তুর চমৎকার ক্লোজআপ ছবি তোলা যাবে। এছাড়াও, ডিভাইসটির ৫ মেগাপিক্সেল ডেপথ সেন্সর ক্যামেরা দিয়ে তোলা যাবে চমৎকার পোর্ট্রেট।

হাই-রেজ্যুলেশন ছবি তোলার ক্ষেত্রে ভিন্নমাত্রা যোগ করা ছাড়াও দুর্দান্ত ভিডিও ধারণ করার সুবিধা দিতে স্মার্টফোনটিতে ফোরকে ভিডিও, হাইপার ল্যাপস, স্লো-মো ও সুপার স্টেডি মোড ব্যবহার করা হয়েছে। স্বল্প আলোতেও অনেক ডিইটেল ও ব্রাইট ছবি ক্যাপচার করতে ক্যামেরার নাইট মোড ব্যবহার করে যাবে।

ইমারসিভ সাউন্ড এক্সপেরিয়েন্স ও সিনেম্যাটিক ভিউইং অভিজ্ঞতা দিতে গ্যালাক্সি এম৩১ স্মার্ট ডিভাইসটিতে ৬.৪ ইঞ্চি ইনফিনিটি-ইউ সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে ডলবি অ্যাটমস সাউন্ড ব্যবহার করা হয়েছে।

গ্যালাক্সি এম৩১ ডিভাইসটিতে রয়েছে অক্টাকোর-কোয়াড ২.৩+ ও কোয়াড ১.৭ গিগাহার্টজ স্পিড এবং সাথে থাকছে ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম। সেই সাথে দ্রুতগতির পারফরমেন্সের জন্য ডিভাইসটিতে রয়েছে নতুন সংস্করণ ওয়ান ইউআই ২.০।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =

Back to top button