শঙ্কা প্রকাশের পরপরই সাভারে ৭ পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত
ঢাকার সাভারের স্বাস্থ্য কর্মকর্তার করোনাভাইরাস নিয়ে শঙ্কা প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই এক উপজেলায় সাত পোশাক শ্রমিকের দেহে নতুন করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।
গত ২৪ ঘণ্টায় ৫১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) পাঠানো হয়। এদের মধ্যে আটজনের রিপোর্ট ‘পজিটিভ’ আসে।
শুক্রবার রাতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুল হুদা মিঠু জানান, “এদের সাতজনই পোশাক শ্রমিক। একজন হেমায়েতপুরে এবং বাকিরা সভারের উলাইলে ভাড়া বাসায় থাকেন।”
করোনাভাইরাস ‘লাগামহীনভাবে’ ছড়িয়ে পড়ার শঙ্কা প্রকাশ করে গত বৃহস্পতিবার সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা গার্মেন্টস কারখানা এবং উপজেলার সব প্রবেশপথ বন্ধ করার সুপারিশ উপজেলা প্রশাসনের কাছে পাঠান।
সেই সুপারিশপত্রে তিনি উল্লেখ করেন- গার্মেন্টস কারখানা বন্ধ থাকাকালে এ উপজেলায় কোভিড-১৯ রোগী কম ছিল। গার্মেন্টস খোলার পর দ্রুত করোনাভাইরাস আক্রান্ত বৃদ্ধি পাচ্ছে। এ উপজেলায় বৃহস্পতিবার পর্যন্ত সরকারিভাবে শনাক্ত এ রোগীর সংখ্যা দাঁড়িয়েছিল ২৫ জনে।
তার এক দিন পর সাত পোশাককর্মীসহ আটজন এ রোগে আক্রান্ত হয়েছে বলে শনাক্ত হল। এ নিয়ে সাভার উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩ জনে বলে জানান ডা. নাজমুল হুদা মিঠু।
তিনি আরও জানান, আক্রান্তদের সাথে যোগাযোগ করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
“এছাড়া তাদের কর্মস্থলগুলো চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি আক্রান্তদের বাসাসহ আশপাশের কয়েকটি বাসা লকডাউন করা হয়েছে।”