শপিংমল, রেস্টুরেন্ট, অফিস খুলে দিচ্ছে ভারত!
ভারতে করোনাভাইরাসের নতুন নতুন রেকর্ড হচ্ছে প্রতিদিনই। এরপরও স্বাস্থ্য ঝুঁকি নিয়েই শপিংমল, রেস্টুরেন্ট, অফিস ও ইবাদতখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
তবে সুনির্দিষ্ট কিছু শর্ত মেনে এই ধরনের প্রতিষ্ঠানগুলো খোলা রাখা যাবে। এর মধ্যে একটি হলো এয়ার কন্ডিশনের তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কম রাখা যাবে না।
যে সব এলাকায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেশি, সে সব এলাকায় অবশ্য দৈনন্দিন প্রয়োজনীয় পরিষেবা ছাড়া সব কিছুই বন্ধ থাকবে।
দীর্ঘদিন ধরে রোগে আক্রান্ত, গর্ভবতী এবং বয়স্ক লোকদের অবশ্য প্রশাসনের পক্ষ থেকে বাড়িতে থাকতে বলা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিটি প্রতিষ্ঠানকে প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এবং যথাযথভাবে সামাজিক দূরত্ববিধি মেনে চলতে বলা হয়েছে।
ধর্মীয় কেন্দ্রগুলোও খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে একসাথে খুব বেশি সংখ্যক লোক একত্র হতে পারবেন না।
রেস্টুরেন্টগুলোকে ক্রেতাকে সরাসরি খাবার পরিবেশন করতে নিরুৎসাহিত করা হয়েছে। ক্রেতাদের খাবার কিনে বাড়ি নিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া রেস্টুরেন্টগুলোকে ধারণক্ষমতার ৫০ শতাংশের বেশি ব্যবহার করতে না করা হয়েছে।
অফিসের ক্ষেত্রে খোলার সুনির্দিষ্ট সময় মেনে চলতে বলা হয়েছে। ক্যাফেটেরিয়া ও খাবার দোকানগুলোকে কঠোরভাবে সামাজিক দূরত্ববিধি মানতে বলা হয়েছে। এ ছাড়া ভবনের লিফটে লোকসংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
সর্বশেষ তথ্য মতে ভারতে দুই লাখ ৩৫ হাজারের বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ছয় হাজারের বেশি লোক মারা গেছেন। দেশটিতে সর্বশেষ ২৪ ঘণ্টায় প্রায় ১০ হাজার নতুন আক্রান্ত হয়েছেন এবং ২৭৫ জনের বেশি মারা গেছেন।