শরীরে জ্বর: বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে ৭ জন
শরীরের তাপমাত্রা বেশি থাকায় সাত প্রবাসী বাংলাদেশিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কুয়েতমৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে, যেখানে করোনা রোগীরা ভর্তি আছেন। এই সাতজন কাতার, দুবাই, ওমান, কুয়েত, সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে দেশে এসেছেন।
তিনি বলেন, ২৪ ঘণ্টায় সাতজনকে কুয়েতমৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। তারা গতকাল ও আজ ছয়টি পৃথক ফ্লাইটে বাংলাদেশে আসেন। দেশে ফেরার পর তাদের থার্মাল স্ক্যানারে স্ক্রিনিং করা হয়। এতে তাদের শরীরের তাপমাত্রা বেশি ধরা পড়লে সরাসরি কুয়েতমৈত্রী হাসপাতালে পাঠানো হয়।
চীনা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে এক প্রশ্নের জবাবে তৌহিদ-উল আহসান বলেন, অন্যান্য যাত্রীর মতোই চীনা যাত্রীদের স্ক্রিনিং করা হয়। এর পর তারা চিকিৎসকের ব্রিফ নেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের কোয়ারেন্টিনে ও হাসপাতালে পাঠানো হয়।
প্রসঙ্গত চীনের উহান থেকে প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বময় ছড়িয়ে পড়েছে। এ রোগে এখন পর্যন্ত ৮৮০০ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশেও একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৭ জন।