Lead News

শহীদ মিনারে তিন ধাপে নিরাপত্তা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিন ধাপে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

বেনজীর আহমেদ বলেন, ‘আমরা পুরো শহীদ মিনার এলাকা পাঁচটি সেক্টরে ভাগ করেছি। এই সেক্টরগুলোতে আমরা তিন ধাপে নিরাপত্তা দেব। তিনটি ধাপের প্রথমটি হচ্ছে, শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পূর্ববর্তী সময়। অর্থাৎ এটি এখন চলছে। দ্বিতীয় ধাপ শুরু হবে সন্ধ্যা থেকে, যা চলবে আগামীকাল দুপুর পর্যন্ত। এরপরও তৃতীয় ধাপে আমাদের নিরাপত্তা বলবৎ থাকবে।’

র‍্যাবের ডিজি বলেন, ‘পোশাকের পাশাপাশি সাদা পোশাকে র‍্যাব, মোটরসাইকেল ও গাড়ির টহল, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম, এমনকি হেলিকপ্টারও স্ট্যান্ডবাই থাকবে। যাতে করে আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারি।’

এ ছাড়া আজিমপুর কবরস্থানে অনেকেই যান শহীদদের কবরে শ্রদ্ধা জানাতে, সেখানেও র‍্যাবের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলেও জানান বেনজীর আহমেদ। তিনি বলেন, ঢাকার বাইরে সব বিভাগীয় শহরেও শহীদ মিনারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিরাপত্তার কোনো হুমকি আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, ‘আমরা সমস্ত গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছি। আমাদের নিজস্ব গোয়েন্দারাও সোশ্যাল মিডিয়াসহ অন্যান্য বিষয়ে নজর রাখছে। এখন পর্যন্ত নিরাপত্তার কোনো হুমকি নেই।’

র‍্যাবের ডিজি বলেন, ‘বর্তমান সময়ে নিরাপত্তা হচ্ছে অক্সিজেনের মতো। অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, তেমনি নিরাপত্তা ছাড়াও মানুষ একমুহূর্ত বাঁচতে পারবে না। নিরাপত্তাকে অতিরিক্ত বিষয় হিসেবে না দেখে দৈনন্দিন জীবনের অংশ হিসেবে দেখার আহ্বান রইল।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − four =

Back to top button