শাঁখা-সিঁদুর পরতে স্ত্রীর অস্বীকার, স্বামীকে বিবাহবিচ্ছেদের অনুমতি দিলেন আদালত!
বিবাহ বিচ্ছেদের একটি মামলার শুনানির সময় ভারতের গুয়াহাটি হাইকোর্টের এক বিচারপতির মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক।
শুনানির সময় বিচারপতি ওই নারীর উদ্দেশে বলেন, শাঁখা-সিঁদুর পরেন না, মানে বিয়ে নামক প্রতিষ্ঠানই মানেন না! বিচারপতির এ ধরনের মন্তব্যে শোরগোল পড়ে গেছে, খবর টাইমস অব ইন্ডিয়া।
জানা গেছে, বিয়ের কয়েক মাস পরেই ওই নারী যৌথ পরিবার থেকে বেরিয়ে আসতে চান। নারীর স্বামীর অভিযোগ, আলাদা থাকতে চাওয়ার দাবি নিয়ে বাড়িতে শুরু হয় অশান্তি। যা দুজনের দাম্পত্য জীবনে প্রভাব ফেলে।
এর কিছুদিনের মধ্যে বাড়ি ছেড়ে আলাদা থাকতে শুরু করেন ওই নারী। আর স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যদিও আদালত জানিয়ে দেন, স্বামীর পক্ষের কারো এ ঘটনায় কোনো দোষ নেই।
এরপর নারীর বিরুদ্ধে নৃশংতার অভিযোগ তুলে তাঁর স্বামীই আদালতে বিবাহ বিচ্ছেদের একটি মামলা দায়ের করেন। সেই মামলাও আদালত বাতিল করে জানান, স্বামীর ওপর ওই নারীর অত্যাচারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এরপর সেই মামলা যায় গুয়াহাটি হাইকোর্টে। সেখানে স্বামী অভিযোগ করেন, তাঁর স্ত্রী শাঁখা-সিঁদুর পরতে চান না। এই দাবি অস্বীকার করেননি ওই নারী।
এরপর হাইকোর্টের বিচারক বলেন, যে নারী শাঁখা-সিঁদুর পরতে চান না, তিনি আসলে বিয়ে নামক প্রতিষ্ঠানটাই মানতে চান না। সে অনুসারে নারীর স্বামীর বিবাহ বিচ্ছেদের মামলার পক্ষেই রায় দেন বিচারক।