শাড়ি পরে জিমন্যাস্ট পারুলের স্টান্ট, ভিডিও ভাইরাল
শাড়ি পরে স্টান্ট করে তাক লাগিয়ে দিয়েছেন জিমন্যাস্ট ও ফিটনেস মডেল পারুল আরোরা। ভারতীয় এ জিমন্যাস্টের ইনস্টাগ্রামে আপলোড করা হয়েছে সেই ভিডিও।
পারুলের ইনস্টাগ্রাম সূত্রে জানা গেছে তিনি জাতীয় গোল্ড মেডেলিস্ট পাওয়া জিমন্যাস্ট। শুধু শাড়ি পরে নয়, হাইহিল পরে, বড় স্কার্ট পরেও তাকে নানা স্টান্ট করতে দেখা গেছে। ইনস্টাগ্রামের পাতাজুড়ে শুধুই পারুলের নানা স্টান্টের ভিডিও।
গত সপ্তাহে নীল শাড়ি পরে পারুল সেই আলোচিত ব্যাকফ্লিপ করেন। এতে লাইক দিয়েছেন ১০ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ। সেই ভিডিওতে পারুল আরোরার পাশে রয়েছেন আর এক ব্যক্তিও। তারা দু’জন এক সঙ্গে ব্যাকফ্লিপ করলেন।
শাড়ি পরেও নিখুঁত ব্যাকফ্লিপ করেন পারুল।ওই ভিডিও নিজের ইনস্টাগ্রাম থেকে শেয়ার করে পারুল লিখেছেন, শাড়ি পরে এই স্টান্ট কে করতে পারবেন?
পরে সেই ভিডিওটি ভাইরাল হওয়ার পর লাল শাড়ি পরা অবস্থায় আরও একটি স্টান্ট করেছেন পারুল।