ভাইরাল
শিকারকে বোকা বানাতে মরার অভিনয় করে এই সাপ
মানুষ অভিনয় করে তা সবাই জানে। তাই বলে সাপ? অদ্ভুত মনে হলেও এটি সত্যি। এমন একটি সাপ রয়েছে, যে সাপটি মরার অভিনয় করে ফাঁদ পেতে থাকে। যাতে শিকার কাছে এলেই তাকে ধরতে সহজ হয়।
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের কর্মকর্তারা এই সাপ থেকে দূরে থাকাতে নাগরিকদের সতর্ক করেছেন। সতর্কবার্তায় বলা হয়েছে, জুমবি সাপটি মরার ভান ধরে পড়ে থেকে শিকারকে বোকা বানাতে পারে!
কর্মকর্তারা বলছেন, এটি রীতিমতো ভাবের সাপ, যা মরার অভিনয় করে। হঠাৎ করে জেগে উঠে কোবরার মতো আচরণ করে।
এই সাপ বেশ কয়েক রঙের হয়। তবে বেশি দেখা যায় গাঢ় বাদামি রঙের। সাপটি খুব একটা বিষাক্ত নয়। তবে মানুষের শরীরে কামড়ের দাগ বসাতে পারলে দীর্ঘ মেয়াদি ক্ষতির সম্ভাবনা থাকে।
মরার অভিনয় করার সময় এরা উল্টো হয়ে শুয়ে থাকতে পারে। শান্ত থাকলে জোরে জোরে শব্দ করে।