শিক্ষক সমাজকে রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবেঃ হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, “দেশের শিক্ষক সমাজকে রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষকেরা রাজনীতিতে থাকলে তাদের নিজেদের মধ্যে হানাহানি ও রাজনৈতিক বিভাজন সৃষ্টি হয়। যা শিক্ষার পরিবেশ বিনষ্ট করে। তারা সম্মান ও মর্যাদার আসনে থাকবেন। কারণ, তারা মানুষ গড়ার কারিগর।”
আক মঙ্গলবার (৫ অক্টোবর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সেমিনার কক্ষে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে এক সেমিনারে তিনি এসব কথা বলেন হানিফ। “বঙ্গবন্ধুর দৃষ্টিতে শিক্ষকদের মর্যাদা” শীর্ষক এ সেমিনারের আয়োজন করে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)।
এ সময় শিক্ষার উন্নয়নে আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরে হানিফ বলেন, “দেশ যেমন এগিয়ে যাচ্ছে, শিক্ষাও কিন্তু এগিয়ে যাচ্ছে। এবার সরকার ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছে। ৩২৫টি হাইস্কুল এবং ৩৩১টি কলেজকে জাতীয়করণ করা হয়েছে। সাড়ে চার হাজার শিক্ষককে এমপিভুক্তি দিয়ে শিক্ষকদের প্রতি বঙ্গবন্ধুকন্যার যে শ্রদ্ধা-ভালোবাসা এবং যে নৈতিক দায়িত্ব, সেটি তিনি পালন করেছেন।”
ক্ষমতাসীন দলের এ যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, “শিক্ষার কোনো বিকল্প নেই। তবে বর্তমানে শিক্ষক ও শিক্ষার মান মফস্বল এলাকায় অনেক নিচে নেমে গেছে। এর কারণ, আগে ক্ষমতায় থাকা সরকারের (বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের প্রতি ইঙ্গিত করে) নিয়োগ প্রক্রিয়ায় গলদ ছিল।”
বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সাজিদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে লিখিত প্রবন্ধ উপস্থান করেন স্বাশিপের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। এতে অন্যান্যের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব নজরুল ইসলাম খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মশিউর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আবদুস সালাম ও মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।