শিক্ষাঙ্গন
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ১৫ জুন পর্যন্ত বৃদ্ধি
মহামারি করোনাভাই্রিদ্ধ পরিস্থিতিতে সাধারণ ছুটি আর না বাড়লেও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ১৫ জুন পর্যন্ত বহাল থাকবে।
বুধবার (২৭ মে) বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে। কিন্তু অনলাইন বা ভার্চুয়াল ক্লাস চলবে।’
দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রয়েছে। সাধারণ ছুটি বাড়ানোর সঙ্গে সঙ্গে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিও বেড়েছে।
সর্বশেষ সাধারণ ছুটি থাকবে আগামী ৩০ মে পর্যন্ত। এরপর ৩১ মে থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসগুলো স্বাস্থ্যবিধি মেনে নিজ ব্যবস্থাপনায় সীমিত আকারে চালু হবে।