Lead Newsশিক্ষাঙ্গন

শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে আমরণ অনশনের ঘোষণা

সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান ১ সেপ্টেম্বরের মধ্যে খুলে না দিলে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন রাজশাহীর শিক্ষার্থীরা। আজ শনিবার (২১ আগস্ট) বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে তারা এ আল্টিমেটাম দেন। রাজশাহী কলেজের শিক্ষার্থী জিন্নাত আরা সুমুর সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ। এ সময় রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা বলেন, “বিশ্বের অনেক দেশে করোনার ভয়াবহ প্রকোপ থাকলেও বাংলাদেশের মতো এত লম্বা সময় ধরে তারা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখেনি। অবিলম্বে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি জানাচ্ছি।”

তারা দাবি করেন, “১ সেপ্টেম্বরের মধ্যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রজ্ঞাপন জারি না করলে তারা সাহেব বাজার জিরো পয়েন্টে আমরণ অনশনে বসবে। অনশনরত কোনো শিক্ষার্থীর কোনো প্রকার স্বাস্থ্যহানি হলে তার জন্য দায়ী থাকবে সরকার। “

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − six =

Back to top button