জাতীয়

শিগগিরই চালু হচ্ছে ঈশ্বরদী বিমানবন্দর

 

বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, খুব শিগগিরই পাবনার ঈশ্বরদী বিমানবন্দর চালু করা হবে। সারা দেশে বিমানবন্দরের সংস্কার এবং রানওয়ে সম্প্রসারণ করা হবে। বন্ধ ঈশ্বরদী বিমানবন্দর চালুর জন্য যা যা করা দরকার তার ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার রাত সাড়ে ১১টায় পাবনার রানা ইকোপার্ক অ্যান্ড পিকনিক স্পটের নতুন ফোয়ারার উদ্বোধনকালে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এ কথা বলেন। এ সময় বেসরকারি রানা ইকোপর্কের মতো পর্যটন খাতে সার্বিক সহায়তার কথাও বলেন তিনি।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের এমপি নাদিরা ইয়াসমিন জলি, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, রানা গ্রুপের চেয়ারম্যান ও পাবনা চেম্বারের পরিচালক রুহুল আমিন বিশ্বাস রানাসহ স্থানীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + one =

Back to top button