শিগগিরি ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইতালি
ইতালিতে করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই লাখ ২৩ হাজার আটশ ৮৫ জন এবং প্রাণহানি ঘটেছে অন্তত ৩১ হাজার ছয়শ ১০ জনের। বর্তমানে সে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ৭২ হাজার ৭০ জন।
বর্তমানে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল থাকায় লকডাউন শিথিল করে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে যাতায়াত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ইতালি।
জানা গেছে, ৩ জুন থেকে লকডাউন খুলে গিয়ে চলাচল স্বাভাবিক হবে। তবে করোনা সংক্রমণ যেন আবারো ফিরে না আসে সেজন্য শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়গুলো আরো দীর্ঘদিন সবাইকে মানতে হবে।
আজ শনিবার সে দেশের প্রধানমন্ত্রী গুইসেপে কন্টে একটি আদেশে স্বাক্ষর করেছেন। এতে করে আজ থেকেই সে দেশের নাগরিকরা দেশের অভ্যন্তরে সীমিত পরিসরে চলাচল করতে পারবেন।
এর আগে চলতি বছরের মার্চের শুরুর দিকে লকডাউন ঘোষণা করে ইউরোপের এই দেশ। সে দেশে ব্যাপক হারে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল।
যুক্তরাষ্ট্র ও ব্রিটেন গুরুতর অবস্থায় যাওয়ার আগে করোনায় বারবার উচ্চারিত হচ্ছিল ইতালির নাম। কিন্তু ধীরে ধীরে সে দেশে সংক্রমিত হওয়ার হার কমেছে। সে কারণে ৪ মে থেকেই লকডাউন কিছুটা শিথিল হয়েছে।
সূত্র : স্কাই নিউজ