করোনাভাইরাসদেশবাংলা
শিশু শিক্ষার্থীরা ত্রাণ তহবিলে দিলো ঈদের পোশাকের টাকা
করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত অসহায় শিশুদের জন্য এ বছর ঈদে নতুন পোশাক না কিনে সেই টাকা ত্রাণ তহবিলে দান করলো পিরোজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিশু শিক্ষার্থীরা।
রবিবার (১০ মে) জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের কাছে প্লে থেকে পঞ্চম শ্রেণির নয় শিক্ষার্থী ১০ হাজার ২০০ টাকা তুলে দেয়।
এ সময় শিশুশিক্ষার্থীরা হাতে গ্লাভস এবং মুখে মাস্ক পরা অবস্থায় শারীরিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়।
শিশুদের মহতি এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। তিনি বলেন, ‘শিশুদের এই উদ্যোগ করোনাভাইরাসের মহামারি প্রতিরোধে অন্যদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে উদ্বুদ্ধ করবে।’
টাকা হস্তান্তরের সময় উপস্থিতি ছিলেন– পিরোজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. কাদিরুল মুক্তাদির, অন্যান্য শিক্ষক ও অভিভাবকরা।