শুভেচ্ছা হিসেবে মুক্তিযোদ্ধাদের মিষ্টান্ন ও ফলমূল পাঠালেন প্রধানমন্ত্রী
করোনা পরিস্থিতির কারণে প্রতিবছর গণভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের যে শুভেচ্ছা বিনিময় করতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তা এবার পারেননি তিনি।
ঈদুল ফিতর উপলক্ষে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ভবনে বসবাসরত যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধাদের জন্য মিষ্টান্ন ও ফল পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৫ মে) সকালে প্রধানমন্ত্রীর পক্ষে তার সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকু, প্রটোকল কর্মকর্তা এস এম খুরশিদ উল আলম এবং সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার পঙ্গু মুক্তিযোদ্ধাদের কাছে উপহার সামগ্রী হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
উপহার সামগ্রী হস্তান্তরকালে প্রধানমন্ত্রীর এসব ব্যক্তিগত কর্মকর্তা কোভিড-১৯ মহামারি থেকে দেশবাসীকে রক্ষা এবং এই সংকট থেকে আশু উত্তরণের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন। এ সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা এবং তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।