করোনাভাইরাসরাজনীতি

শ্বাসকষ্ট হচ্ছে, তাই সার্বক্ষণিক অক্সিজেন দিতে হচ্ছে ডা. জাফরুল্লাহকে

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৭৯ বছর বয়সী এ চিকিৎসককে সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহ দিতে হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার। আজ শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে তিনি বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী শারীরিক অবস্থার অবনতি হয়েছে। অবস্থা ভালো না।’

গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ভালো ছিলেন জাফরুল্লাহ। মহিবুল্লাহ বলেন, ‘অক্সিজেন সাপোর্ট ছাড়াই তিনি স্বাভাবিক ছিলেন। তবে আজ কোনোভাবেই অক্সিজেন ছাড়তে পারছে না। আজ সার্বক্ষণিক অক্সিজেন সহায়তার ওপর আছেন। আমরা তাকে সাপোর্টিভ ট্রিটমেন্টের ওপর রেখেছি। এতে তার শরীর কীভাবে সাড়া দিচ্ছে, তা পর্যবেক্ষণ করে পরবর্তী চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এর বাইরে বিশেষ কোনো কিছু করছি না।’

মহিবুল্লাহ আরও বলেন, ‘আমরা তার সুস্থ হয়ে ওঠার প্রত্যাশায় আছি। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। তার জ্ঞান আছে, কথাও বলতে পারছেন।’

উল্লেখ্য, গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষাতেই তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পিসিআর পরীক্ষাতেও তার করোনাভাইরাস শনাক্ত হয়। তার স্ত্রী শিরীন হক ও ছেলে বারিশ চৌধুরীরও করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 3 =

Back to top button