শ্রমিক লীগে কোনো বিরোধ দেখতে চাই না : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শ্রমিক লীগে কোনো বিরোধ দেখতে চাই না। ভেতরে যে কোন্দল আছে তা দ্রুত মিটিয়ে ফেলতে হবে।
তিনি বলেন, সম্মেলনের দিন যেন কোনো বিবাদ বা সংকট সৃষ্টি না হয়। ইতোমধ্যে কেউ কেউ বর্তমান কমিটির বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছে। আমার কাছে অনেকে অভিযোগও করেছে। সম্মেলনের আগেই সব বিরোধ মিটিয়ে ফেলার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান
মঙ্গলবার রাতে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগের সম্মেলনের প্রস্তুতিরমূলক এক বৈঠকে
তিনি এ কথা বলেন। বৈঠকে আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
শ্রমিক লীগ নেতাদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, কোনো বিতর্কিত ব্যাক্তি যেন নেতৃত্বে আসীন হতে না পারে। কোনোভাবেই বিতর্কিতদের কমিটিতে টানবেন না। সংগঠনে সন্ত্রাসী, টেন্ডারবাজ, অনুপ্রবেশকারী ও চাঁদাবাজরা যেন কোনো স্থান করে নিতে না পারে, সেজন্য সারাদেশের শ্রমিক লীগ নেতাদের প্রতি আহ্বাবান জানান তিনি।
কাদের আরও বলেন, ‘আমাদের কাছে সারাদেশের ওয়ার্ড পর্যায়ে বিতর্কিত ব্যাক্তি, অনুপ্রবেশকারী, সন্ত্রাসী ও সাম্প্রদায়িক শক্তির তালিকা আছে। তারা যেন কাউন্সিল বা ডেলিগেটও হতে না পারে।’
‘এবার আমাদের লক্ষ্য প্রতিটি কমিটিতে স্বচ্ছ এবং ক্লিন ইমেজের নেতৃত্ব আনা। সেজন্য আমরা সুশৃঙ্খল শ্রমিক সংগঠন দেখতে চাই। প্রতিটি সংগঠনের জন্য গঠনতন্ত্র আছে। গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলন হবে। শ্রমিক লীগের বিভাগীয় দায়িত্বে যারা থাকবেন তারা যাচাই-বাছাই করে কাউন্সিলর পাঠাবেন। কেন্দ্রেও যাচাই-বাছাই করে কার্ড দেয়া হবে।