শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুসল মেন্ডিসের গাড়ির ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে তাকে গ্রেফতার করা হয়।
লঙ্কান পুলিশের বরাত দিয়ে ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, এর আগে ভোর ৫টায় কলম্বোর দক্ষিণে পানাদুরা নামক এলাকায় মেন্ডিসের গাড়ি ৬৪ বছর বয়সী এক সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে সেই ব্যক্তি মারা যায়।
৪৮ ঘণ্টার মধ্যে মেন্ডিসকে আদালতে হাজির করা হবে বলে পুলিশ জানিয়েছে।
২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান শ্রীলঙ্কার হয়ে ৪৪ টেস্ট, ৭৬ ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি খেলেছেন। সম্প্রতি পাল্লেকেলেতে হয়ে যাওয়া শ্রীলঙ্কার অনুশীলন ক্যাম্পেও ছিলেন তিনি।