আসন্ন শ্রীলঙ্কা সফরে তিনটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আধীনে এই সিরিজটি খেলবেন মুমিনুল-মুশফিরা। এই সিরিজের সঙ্গে সীমিত ওভারের ম্যাচ যুক্ত করতে চায় বিসিবি।
এ ব্যাপারে বিসিবির পরিচালক আকরাম খান বলেন, ‘আমরা শ্রীলঙ্কার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। আশা করছি, এক সপ্তাহের মধ্যে সবকিছু চূড়ান্ত হবে। আসন্ন টেস্ট সিরিজের সঙ্গে আমরা কিছু সীমিত ওভারের ম্যাচ যুক্ত করতে চাই। সেটি হতে পারে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি।’
জুলাই-আগস্টে এই সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সূচি অনুযায়ী তিন ম্যাচের টেস্ট সিরিজ হওয়ার কথা। করোনার কারণে সিরিজটি স্থগিত করা হয়েছিল। তখন স্থগিত হয়েছিল বাংলাদেশের ক্রিকেটের সব কার্যক্রম। খেলোয়াড়রা ঘরবন্দি হয়ে যায়। শুধু তাই নয়, স্থগিত হয়ে যায় এশিয়া কাপ ও আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। অবশ্য কয়েকজন ক্রিকেটার ব্যক্তিগত অনুশীলন শুরু করে দিয়েছেন।
খেলোয়াড়দের প্রস্তুতি সম্পর্কে আকরাম খান বলেন, ‘দীর্ঘ সময় আমাদের ক্রিকেটাররা খেলা থেকে দূরে ছিলেন। ছেলেরা যেন ভালোভাবে প্রস্তুতি নিতে পারে, পরিকল্পনা নিচ্ছি আমরা।’