আগামী অক্টোবরে শ্রীলঙ্কার সিরজ খেলবে বাংলাদেশ। এই সফরের আগে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের দল। বিসিবির পরিচালক আকরাম খান এমনটাই জানিয়েছেন।
করোনার কারণে গেল মার্চ থেকে ক্রিকেট থেকে দূরে বাংলাদেশ দলের খেলোয়াড়রা। গত মাসে বিসিবির আয়োজনে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা।
বিসিবি পরিচালক আকরাম বলেন, ‘আমরা শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগে তিন-চারটি অনুশীলন ম্যাচ খেলব। সেখান থেকে বাছাইয়ের সুযোগ থাকবে। সেখানেও দল নির্বাচনের বিকল্প থাকবে। সর্বশেষ পাঁচ-ছয় মাস কোনো খেলা ছিল না। টেস্টের আগে অনুশীলন ম্যাচ খুবই প্রয়োজন।’
অনুশীলন ম্যাচ কাদের বিপক্ষে হবে তা জানাননি আকরাম খান। শ্রীলঙ্কায় যাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আগামী ২৪ অক্টোবর থেকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ।