রাজনীতি

সংখ্যালঘুদের জন্য মন্ত্রণালয় বা কমিশন চায় জাতীয় পার্টি

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দেশের সংখ্যালঘুদের স্বার্থ রক্ষায় মন্ত্রণালয় অথবা কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন।

তিনি বলেন, ‘দেশে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষায় তাদের জন্য হয় সংখ্যালঘু মন্ত্রণালয় অথবা সংখ্যালঘু কমিশন হতে পারে। এটা তাদের সামনে এগিয়ে যেতে সহায়তা করবে।’

জাতীয় প্রেস ক্লাবে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টামী উপলক্ষে শ্রী কৃষ্ণ সেবা সংঘ আয়োজিত আলোচনা সভায় তিনি শনিবার এ কথা বলেন। খবর ইউএনবি’র।

কাদের বলেন, তাদের দল অতীতের মতো সবসময় সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে রয়েছে এবং তাদের যৌক্তিক দাবির সাথে সংসদে এবং রাজপথে কার্যকর ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, বিভিন্ন ধর্মাবলম্বী ও সম্প্রদায়ের মধ্যে কোনো বিভাজন থাকা উচিত নয়। কারণ সব ধর্মের লক্ষ্যই হলো ন্যায় ও সমতার ভিত্তিতে সমাজ বিনির্মাণ করা।

‘মাত্র ৫ শতাংশ মানুষ ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য ধর্মের অপব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। কিন্তু জনগণ তাদের কখনোই গ্রহণ করে না,’ যোগ করেন তিনি।

বাংলাদেশের প্রধান দলগুলো সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করায় এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকবে বলেও আশা প্রকাশ করেন জাতীয় পার্টি প্রধান।

এ সময় কাদের হিন্দু সম্প্রদায়ের জন্য তাদের দলের সাবেক চেয়ারম্যান ও তার বড়ভাই প্রয়াত এইচএম এরশাদের শাসনামলে নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা স্মরণ করেন।

তিনি বলেন, এ জন্মষ্টামী তিথিকে এরশাদ সরকারি ছুটি ঘোষণা করেন এবং তাদের অধিকার ও স্বার্থ রক্ষায় গঠন করেন হিন্দু কল্যাণ ট্রাস্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 5 =

Back to top button