শিক্ষাঙ্গন

সন্তানদের মেরে ফেলতে স্কুলে পাঠাতে পরি নাঃ শিক্ষামন্ত্রী

মহামারি করোনা সংক্রমণের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি তুলেছেন বিরোধী দলের সাংসদেরা। জবাবে উচ্চ সংক্রমণের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি অবান্তর বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তবে তিনি জানান, শিগগিরই এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

আজ বুধবার সংসদে বাজেট পাসের প্রক্রিয়ার সময় বিরোধী দলের সাংসদদের বিভিন্ন ছাঁটাই প্রস্তাবের জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এর আগে জাতীয় পার্টি, বিএনপি ও গণফোরামের সদস্যরা ছাঁটাই প্রস্তাবের ওপর তাঁদের বক্তব্য দেন। এ সময় কোনো কোনো সাংসদ স্কুল খুলে দেওয়ার দাবি করেন। অবশ্য এর বিরোধিতা করেন জাতীয় পার্টির (জাপা) সাংসদ কাজী ফিরোজ রশীদ।

শিক্ষামন্ত্রী বলেন, বিজ্ঞানকে নিয়ে চলতে হবে। বিজ্ঞান অস্বীকার করে বৈশ্বিক সংকট করোনা অতিমারির মধ্যে চলতে পারি না। বিজ্ঞান বলছে, শতকরা ৫ শতাংশ বা তার কমে সংক্রমণের হার না নামা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা স্বাস্থ্যসম্মত নয়। বিজ্ঞানসম্মত নয়। এখন সংক্রমণের হার প্রায় ২৪ শতাংশ। কোনো কোনো জেলায় সংক্রমণ ৫০ শতাংশ বা তারও বেশি। এই সময় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি আদৌ যৌক্তিক কি না, তা ভেবে দেখার দরকার আছে। কারণ, এই সংসদ জাতির জন্য সিদ্ধান্ত গ্রহণ করে।
তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলো বিভিন্ন সময় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চেষ্টা করেছিল। তারা খোলার পরে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পর আবারও বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। উন্নত দেশগুলোতে যেখানে শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা ২০–২৫ জনের বেশি নয়। সেখানে আমাদের এখানে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের গায়ে গায়ে বসতে হয়। সেখানে খোলার প্রশ্নটা একেবারেই অবান্তর।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বিভিন্ন সময়ে অভিভাবকদের সঙ্গে আমার কথা হয়। এ সময় খোলা হলে তাঁরা তাঁদের সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে একবাক্যে জবাব দেন। তাঁরা বলেন সন্তানদের মেরে ফেলার জন্য স্কুলে পাঠাতে পারি না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − fifteen =

Back to top button