আন্তর্জাতিককরোনাভাইরাস
সন্তান জন্ম দিয়েই না ফেরার দেশে করোনা আক্রান্ত নার্স
যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া এক নার্স মৃত্যুর আগে সফলভাবে সন্তান প্রসব করেছেন এবং তাঁর সন্তান সুস্থ রয়েছে।
যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া এক নার্স মৃত্যুর আগে সফলভাবে সন্তান প্রসব করেছেন এবং তাঁর সন্তান সুস্থ রয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ২৮ বছর বয়সী মেরি আগইয়েইওয়া আগইয়াপং যুক্তরাজ্যের লিউটন অ্যান্ড ডানস্টেবল বিশ্ববিদ্যালয়ে গত পাঁচ বছর ধরে কাজ করছিলেন। গত রোববার সেখানেই মারা যান তিনি।
হাসপাতালের একজন মুখপাত্র, ওই নার্সের সন্তান ‘খুবই ভালো আছে’ বলে জানালেও বিস্তারিত কোনো তথ্য দিতে পারেননি।
গত ৭ এপ্রিল হাসপাতালে ভর্তি হওয়ার দুদিন আগে আগইয়াপংয়ের দেহে করোনাভাইরোস শনাক্ত হয়।
নার্স মেরি আগইয়াপংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁর স্বামী বর্তমানে সেলফ আইসোলেশনে রয়েছেন, তাঁর কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে।