আন্তর্জাতিক

সন্ধান মিলেছে পাকিস্তানে নিখোঁজ সেই দুই ভারতীয় দূতাবাস কর্মকর্তার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে নিযুক্ত দুজন কর্মকর্তা সোমবার সকালে আচমকা নিখোঁজ হয়ে গেছেন বলে জানা যায়। তবে এবার তাঁদের খোঁজ মিলেছে।

ভারতীয় দুই কর্মকর্তাকে নিজেদের হেফাজতে নিয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)।

ভারতে নিযুক্ত পাকিস্তানের চার্জ ডি’অ্যাফেয়ার্স ও পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য স্বীকার করা হয়েছে। দূতাবাস কর্মী নিখোঁজের ঘটনা জানতে পাকিস্তানি রাষ্ট্রদূতকে আজ নয়া দিল্লিতে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে, সোমবার সকাল আটটা নাগাদ ওই দুই কর্মকর্তা হাইকমিশন থেকে ইসলামাবাদ বিমানবন্দরে যাচ্ছিলেন অন্য দুজন কর্মীকে আনতে। রাস্তায় তাদের আটক করে আইএসআইয়ের অফিসাররা। তাঁদেরে বিরুদ্ধে হিট অ্যান্ড রান-এর  মামলা দিয়ে হেফাজতে নেওয়া হয়।

গত ১ জুন দিল্লিতে পাকিস্তানি হাইকমিশনের ২ কর্মীকে আটক করে পুলিশ। ভারতের দাবি গুপ্তচরবৃত্তি করার সময় তাঁদের হাতেনাতে আটক করে পুলিশ। পরে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়। তার পর থেকেই দুদেশের মধ্যে উত্তেজনা ছিল। পাশাপাশি, ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের কর্মীদের নানাভাবে হেনস্থা করা হচ্ছিল।

অনেকেই ওই দুই ঘটনার মধ্যে যোগসূত্র খুঁজে পাওয়ার চেষ্টা করছেন।  অভিযোগ উঠেছে যে, গত কয়েকদিন ধরেই পাকিস্তানে থাকা বেশ কয়েকজন শীর্ষ ভারতীয় কূটনীতিককে চাপে রাখার চেষ্টা করা হচ্ছিল। তাঁদের উপর অতিরিক্ত নজরদারি করা হচ্ছে এই অভিযোগ পেয়ে ভারতের তরফ থেকে ইসলামাবাদকে ঘটনাটি জানিয়ে তার প্রতিবাদও করা হয়।

সম্প্রতি ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের চার্জ ডি’অ্যাফেয়ার্স গৌরব আলুওয়ালিয়ার গাড়িকেও ফলো করে আইএসআই। একটি বাইক টানা অনুসরণ করছিল গৌরবের গাড়িকে। সেই ভিডিও প্রকাশ করা হয়েছে।

সূত্র- জি নিউজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =

Back to top button