সবাইকে ঘরে থাকতে বলে নিজেই ঘুরতে গেলেন ইভানকা ট্রাম্প
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সবাইকে ঘরে থাকতে বলে পুরো পরিবার নিয়ে নিজেই বাইরে বাইরে ঘুরছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভানকা ট্রাম্প।
যদিও করোনাভাইরাস সংক্রমণ এড়িয়ে চলতে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নিজেও।
হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা ইভানকাও অন্যদের ঘরে থাকতে বলছেন। কিন্তু নিজেই নিজের কথার বিপরীতে গিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছেন তিনি, খবর বিবিসি।
ইভানকার বিরুদ্ধে অভিযোগ, দেশজুড়ে লকডাউনের মধ্যেই গত সপ্তাহে স্বামী জারেড কুশনার ও তিন ছেলে-মেয়ে নিয়ে রাজধানী ওয়াশিংটন ছেড়ে নিউ জার্সিতে গিয়েছেন তিনি।
পুরো পরিবার নিয়ে অন্তত ৩০০ কিমি. ভ্রমণ করেছেন। এখন তাঁরা নিউ জার্সির বেডমিনস্টারে ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে সময় কাটাচ্ছেন।
তবে তাঁদের এ সফরের পক্ষে কথা বলেছে হোয়াইট হাউস। বলা হয়েছে, ইভানকার এ সফর বাণিজ্যিক ছিল না। তিনি পরিবারের সঙ্গে কেবল ছুটি কাটাতে গেছেন।
ওয়াশিংটন ও নিউ জার্সিতে ‘ঘরে থাকার নির্দেশ’ রয়েছে। হোয়াইট হাউস জানায়, তাঁর এই সফর কর্মস্থলে আসা-যাওয়ার মতোই। ওয়াশিংটনে তাঁর বাড়ির তুলনায় ওই এলাকা কম জনসংখ্যাবহুল।
এদিকে করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ২৪৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ২৯২ জন। এমন অবস্থায় লকডাউনে থাকা অঙ্গরাজ্যগুলোর অর্থনীতি সচল করতে গভর্নরদের প্রতি নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের ‘ওপেনিং আপ আমেরিকা এগেইন’ কর্মসূচির আওতায় লকডাউনে থাকা অঙ্গরাজ্যগুলো তিনটি ধাপে তাদের অর্থনীতি সচল করবে। গভর্নরদেরকে এই পরিকল্পনা বাস্তবায়নে ফেডারেল সরকার সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রেসিডেন্ট ট্রাম্প।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলের মধ্যেই এমন পরিকল্পনার কথা বলায় সমালোচনার সম্মুখীন হচ্ছেন ট্রাম্প। দেশটিতে এ পর্যন্ত ৩৪ হাজার ৫২৭ জন এই রোগে প্রাণ হারিয়েছেন। মোট আক্রান্ত ৬ লাখ ৭৯ হাজার ৭৬৬ জন।