সবাই সুস্থ, বন্ধ হচ্ছে উহানের সেই হাসপাতাল
মহামারি করোনাভাইরাসে জন্মভূমি হিসেবে চিরদিন চীনের উহানকে মনে রাখবে বিশ্ববাসী। করোনার বদৌলতে চীন অনেক অসাধ্য সাধন করে দেখিয়েছে। যেমন করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে জরুরি ভিত্তিতে হাসপাতাল নির্মাণ করা তাদের একটি।
তবে খুশির খবর এই যে, করোনা রোগীদের চিকিৎসা দিতে জরুরি ভিত্তিতে চীনের উহানে নির্মিত লেইশেনশান হাসপাতালটি অবশেষে বন্ধ করে দিচ্ছে দেশটির সরকার।
হুবেই প্রদেশের উহানে করোনার প্রকোপ এখন নেই বললেই চলে। আক্রান্ত নেমে এসেছে শূন্যের কোটায়। সর্বশেষ চারজন রোগী ছিল হাসপাতালটিতে। তাদের উহান ইউনিভার্সিটির ঝোংনান হাসপাতালে পাঠানো হয়েছে। শেষ রোগীদের স্থানান্তরের মাধ্যমে হাসপাতালটিতে আর কোনো রোগী নেই।
রোগী না থাকার কারণে বুধবার (১৫ এপ্রিল) থেকে বন্ধ হচ্ছে চীনে জরুরি ভিত্তিতে নির্মিত এ হাসপাতাল, খবর চায়না ডেইলি।
হাসপাতালটির প্রেসিডেন্ট ওয়াং জিংহুয়ান বলেন, হাসপাতালটি ভেঙে ফেলা হবে না। যেকোনো দুর্যোগের জন্য এটি স্ট্যান্ডবাই থাকবে। আমরা সবাই মিলে করোনার বিরুদ্ধে লড়েছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। হাসপাতালে রোগী শূন্যের কোটায় নেমে এসেছে। এটি খুবই ভালো কাজে লেগেছে।