সমুদ্রের সাকার ফিস যখন পুকুরে
‘সাকার ফিশ’ নামের একটি বিরল প্রজাতির মাছ পাওয়া গেছে ঝিনাইদহের কালীগঞ্জে। শহরের আড়পাড়া দারুল কোরআন হাফেজিয়া মাদরাসার পুকুরে মাছটি পাওয়া যায়।
মাদরাসার তত্ত্বাবধায়ক হাফেজ মাওলানা হেদায়েতুল্লাহ চৌধুরী জানান, “সকালে মাদরাসার পুকুর থেকে ছাত্রদের দুপুরের খাবারের জন্য জাল ফেললে মাছটি উঠে আসে। ভিন্ন প্রজাতির মাছে ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে উৎসুক লোকজন ভিড় জমায়।”
কালীগঞ্জ উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন সৌরভ জানান, “সকালে মাছটি ধরা পড়ার খবর পেয়ে দেখতে এসেছি। এ ধরনের মাছ আগে কখনো দেখিনি। তবে মাছটি খুবই শান্ত প্রকৃতির।”
কালীগঞ্জ শহরের আড়পাড়া ও চাপালী গ্রামের পুকুরে একই প্রজাতির দুটি মাছ ধরা পড়ে। এ প্রজাতির মাছ ঝিনাইদহ অঞ্চলের নদীতে বা অন্য জলাশয়ে আরও আছে বলে জানান সেখানকার জেলে ও মাছ ব্যবসায়ীরা।
অনলাইনভিত্তিক তথ্যভাণ্ডার উইকিপিডিয়া বলছে, “এ মাছটির নাম হলো ‘সুইপার’ বা ‘সাকার ফিশ’। এদের বসবাস পশ্চিম আটলান্টিক মহাসাগর এবং ইন্দোপ্যাসিফিক মহাসাগরে। এছাড়া এ প্রজাতির মাছের বসবাস দেখা যায় জাপান ও অস্ট্রেলিয়ার আশপাশের এলাকায়।”