রাজনীতি
‘সরকারের সমর্থন ছাড়া সংখ্যালঘুদের ওপর হামলা হতে পারে না’ : জাপা মহাসচিব
সরকারের সমর্থন ছাড়া সংখ্যালঘুদের ওপর কেউ হামলা করতে পারে, এটা সাধারণ মানুষ বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ। সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার বিষয়ে তিনি এ মন্তব্য করেছেন।
জাপার বনানীর কার্যালয়ে সাবেক রাষ্ট্রপতি ও জাপার প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা হয়।
এই সভায় জাপার মহাসচিব বলেন, মানুষের বাক্স্বাধীনতা নেই। মানুষ নিশ্বাস ফেলতে পারছে না। দেশের মানুষ দুঃশাসন থেকে মুক্তি চাচ্ছে।
জাতীয় যুব সংহতির আহ্বায়ক এইচ এম শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাপার মহাসচিব মসিউর রহমান, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এস এম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, আবদুস সাত্তার মিয়া প্রমুখ।