সরকার বিরোধী আন্দোলনে উত্তাল থাইল্যান্ড
গতকাল শনিবার ব্যাংককে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়।গতকাল শনিবার আন্দোলনে রাস্তায় নামেন শত শত মানুষ।
অর্থনৈতিক সংকট ও করোনা পরিস্থিতি এখনো অপরিবর্তিত থাকায় সরকারকে দায়ী করে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয়। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়। এখন পর্যন্ত ১৩ জনক আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ।
বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের দিকে এগিয়ে যাওয়ার সময় শহরটির ভিক্টোরি মনুমেন্টের কাছাকাছি এলে পুলিশ তাদের গতিরোধ করে। বাধার মুখে ভিক্টোরি মনুমেন্টের সামনেই অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় সরকারবিরোধী নানা স্লোগান দেন তারা।
পরে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়েন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়লে কয়েকজন আহত হয়। বিক্ষোভকারীদের মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান এবং রাবার বুলেট ব্যবহার করে। সহিংসতা ঠেকাতে শহরজুড়ে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত কয়েকশ’ সদস্য। থাইল্যান্ডে করোনায় মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬ হাজার