বিচিত্র

সাপটির মূল্য এক কোটি ২৫ লাখ রুপি!

ভারতের মধ্য প্রদেশে থেকে একটি বিরল প্রজাতির সাপ উদ্ধার করেছে পুলিশ। ‘রেড স্যান্ড বোয়া’ বা ‘লাল বালি বোঁড়া’ নামে নির্বিষ এ সাপের আনুমানিক মূল্য সোয়া কোটি রুপির মতো।

রোববার (২৯ ডিসেম্বর) রাজ্যের নরসিংগড়ে সাপটি বেচে দেয়ার সময় পাঁচ জনের কাছ থেকে উদ্ধার করা হয়। ওই পাঁচ জনকেও আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, লাল বালির বোঁড়া সাপের বিশাল চাহিদা রয়েছে আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে মালয়েশিয়া ও চীনে। এটি অনেক দামি ওষুধ ও প্রসাধনী উৎপাদন এবং কালো জাদুতে ব্যবহৃত হয়। স্থানীয় বাজারে এর দাম ৫-১০ লাখ রুপির মতো হলেও আন্তর্জাতিক বাজারে সাপটির দাম প্রায় সোয়া থেকে দেড় কোটি রুপি।

নরসিংহগড়ের পুলিশ কর্মকর্তা কৈলাশ ভরদ্বাজ সাংবাদিকদের জানান, গোপন সূত্রে আমরা খবর পাই যে তিনজন ওই বিরল সাপটি বেচতে কারও সঙ্গে ফোনে কথা বলছে। তৎক্ষণাৎ নরসিংহগড় বাসস্ট্যান্ডে গিয়ে সন্দেহভাজন তিন অপ্রাপ্তবয়স্কসহ পাঁচজনকে আটক করা হয়। তাদের কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ওই সাপটি উদ্ধার করা হয়।

ঘটনার প্রাথমিক তদন্ত শুরু হয়েছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, সাপটির ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − one =

Back to top button