শোবিজ
সাপলুডু’র থ্রিলারধর্মী পোস্টার
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি প্রকাশিত হলো সাপলুডু ছবির প্রথম পোস্টার। জানা গেছে, পোস্টারটি নাকি ফেসবুকে প্রকাশের জন্যই। ছবিটির পরিচালক গোলাম সোহরাব দোদুল তেমনই বললেন।
তিনি জানিয়েছেন, “প্রচারের লক্ষ্যে এরকম আরো তিনটি পোস্টার করা হবে। ছবির গল্প যেহেতু থ্রিলার ধাঁচের, পোস্টারেও থ্রিলার বিষয়টি আনতে চাই। পাশাপাশি আরো দুটি টিজার ও ট্রেইলার করতে চাই। গত ৯ এপ্রিল ছবিটির প্রথম টিজার প্রকাশিত হয়। মুক্তির আগে এর প্রচারটা ভালোভাবে করতে চাই।”
ছবিটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মীম।