‘সাফল্যের জন্য আমি সবকিছুই দেবো’: বার্সার নতুন কোচ জাভি
খেলোয়াড় হিসেবে নয়, বরং কোচ হিসেবে অবশেষে ঘরে ফিরলেন কিংবদন্তি ফুটবলার জাভি হার্নান্দেজ। গতকাল সোমবার (৮ নভেম্বর) নূ-ক্যাম্পে জাভিকে কোচ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তা। পরে ফটোশেসনেও অংশ নিয়েছেন বার্সার সাবেক এই মিডফিল্ডার।
তারপর বার্সা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে জাভি বলেন, ‘আপনারা জানেন, আমি খোলোয়াড়দের কাছে অনেক কিছু চাইবো। একই সঙ্গে তাদেরকে আমি সহায়তাও করবো। আগে থেকেই কিছু খেলোয়াড় (বুসকেট, পিকে, আলবা, রবার্তো) সম্পর্কে জানা থাকায় এটা আমার জন্য সুবিধা। আমি জানি, কখন তাদেরকে পুশ করতে হবে এবং তাদের দুর্বল পয়েন্টগুলো।’
ক্লাবকে সাবেক অবস্থায় ফিরিয়ে আনার ব্যাপারে তিনি বলেন, ‘আমাদের প্রতিটি দিন কাজ করতে হবে। আমরা বার্সেলোনা, বিশ্বের সেরা ক্লাব। বড় ফল পাওয়ার এটাই একমাত্র উপায়। আমরা ভালো ফুটবল খেলতে চাই। যদি তারা আমাকে পেপ গার্দিওয়ালার সঙ্গে তুলনা করে, তাহলে সেটা পজিটিভের থেকেও বেশি কিছু। পেপ বিশ্বের সেরা কোচ।’
‘ক্লাবকে সোনালী দিনে ফিরিয়ে আনতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। সাফল্যের জন্য আমি সবকিছুই দেবো’, যোগ করেন স্পেন ও বার্সার এই কিংবদ্বন্তী।