মালদ্বীপে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশ। আগামী ১ থেকে ১৩ অক্টোবর চলবে খেলা। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।
সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন ৫ দেশের এই টুর্নামেন্টের ফিকশ্চার চূড়ান্ত করেছে। প্রথম ম্যাচে স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে নেপাল।
৩০ আগস্ট সিলেটে শুরু হওয়ার কথা ছিল সাফ চ্যাম্পিয়নশিপ। করোনার কারণে বাফুফে সাফ আয়োজন থেকে সরে গেলে টুর্নামেন্ট পিছিয়ে চলে যায় অক্টোবরে।
এবারের সাফ চ্যাম্পিয়নশিপ ৫ দেশ নিয়েই হচ্ছে। কারণ, ভুটান ফুটবল দলকে দেশটির সরকার বাইরে খেলতে যেতে অনুমতি দেয়নি। অন্যদিকে ফিফা থেকে নিষিদ্ধ আছে পাকিস্তান। রাউন্ড-রবিন লিগ ভিত্তিতে খেলা শেষে শীর্ষ দুটি দল ফাইনালে মুখোমুখি হবে।