Lead Newsজাতীয়

সামরিক শক্তিতে বাংলাদেশের অগ্রগতি

সর্বশেষ প্রকাশিত সামরিক শক্তির র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৪৫তম

সর্বশেষ প্রকাশিত সামরিক শক্তির র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। ০.৭৪৯৭ সূচক নিয়ে বর্তমানে দেশের অবস্থান ৪৫তম। যা আগের বছর ছিল ৪৬তম। এ তালিকায় যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ ছাড়া উন্নতি হয়েছে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের।

গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি) নামের আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘২০২১ : মিলিটারি স্ট্রেন্থ র‍্যাংকিং’ তালিকা তৈরি করেছে। বিশ্বের ১৩৮টি দেশ নিয়ে এটি করা হয়েছে। এক্ষেত্রে ৫০টিরও বেশি মাপকাঠির ভিত্তিতে সূচক ধরা হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তালিকা তৈরির ক্ষেত্রে একটি দেশের সামরিক সরঞ্জামের সংখ্যার পাশাপাশি সেগুলোর বৈচিত্র্যময়তাও বিবেচনায় নেয়া হয়।

২০২১ সালের এ তালিকায় আবারও শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় স্থানে অবস্থান করছে রাশিয়া, তৃতীয় স্থানে চীন ও চতুর্থ স্থানে ভারত।

এ তালিকায় পাকিস্তানের অবস্থান ১০ম, মিয়ানমারের অবস্থান ৩৮তম, সংযুক্ত আরব আমিরাত ৩৬তম এবং সবার নিচে অবস্থান করছে দক্ষিণ এশিয়ার দেশ ভুটান।

তালিকার শীর্ষ দশ দেশ হলো- যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, ব্রাজিল ও পাকিস্তান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − fourteen =

Back to top button