‘সামর্থ্যে যতটা কুলাবে ততটা সহযোগিতা করে যাব’
করোনাভাইরাসের সংকট মুহূর্তে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। চেষ্টা করছেন নিজেদের সর্বোচ্চ উজাড় করে দেয়ার। বসে নেই ক্রিকেটাররাও।
বোর্ডের চুক্তিবদ্ধ এবং চুক্তির বাইরে থাকা ক্রিকেটাররা নিজেদের এক মাসের অর্ধেক পারিশ্রমিক অসহায় মানুষকে দেয়ার ঘোষণা দিয়েছেন।
এত কিছুর পরও ব্যক্তিগতভাবে অসহায় ও খেটে খাওয়া মানুষকে সাহায্য করে যাচ্ছেন অনেকেই। তাদের মধ্যে অন্যতম মোসাদ্দেক হোসেন সৈকত। জাতীয় দলের এ তারকা অলরাউন্ডার ইতিমধ্যে ২০০ পরিবারের কাছে নিত্যপ্রয়োজনীয় খাদ্য পৌঁছে দিয়েছেন।
এ তারকা ক্রিকেটার বলেছেন, যত দিন আমার পক্ষে সম্ভব, সামর্থ্যে যতটা কুলাবে তত দিন আমি খেটে খাওয়া মানুষকে সাহায্য করার চেষ্টা করে যাব।
তিনি আরও বলেন, দেশের যে পরিস্থিতি তাতে যতটা না করোনা আক্রান্ত হচ্ছে মানুষ তার চেয়েও বেশি অভাবে। বিশেষ করে যারা দিন আনে দিন খায় এমন মানুষগুলোর সব রোজগারের পথ বন্ধ। শুরুতে তাদের জন্য কিছুটা করেছি। এখন দেখছি যারা হিজরা তাদের পাশেও কেউ নেই। তাই আমি আমার নিজের এলাকাতে হিজরা যারা আছে তাদের কিছুটা হলেও পাশে থাকার চেষ্টা করেছি।