সাম্প্রতিক ঋণ কেলেঙ্কারির অভিযোগ তদন্তের নির্দেশ; পরবর্তী শুনানি ৫ এপ্রিল
দেশের তিনটি ইসলামী ঘরানার ব্যাংকে ঋণ কেলেঙ্কারির অভিযোগ অনুসন্ধান করে চার মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সাম্প্রতিক ঋণ কেলেঙ্কারিতে আলোচিত ব্যাংক তিনটি হলো – ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।
ঋণ কেলেঙ্কারি নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নজরে আসলে আজ রোববার (৪ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট এ আদেশ দেন।
এ আদেশে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) , পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট ব্যাংকগুলো ঋণ কেলেঙ্কারির অভিযোগ অনুসন্ধান করে চার মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেল জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তাও জানাতে হবে।
আদালতে এ বিষয়ে ২০২৩ সালের ৫ এপ্রিল পরবর্তী শুনানি হবে।