Lead Newsসরকার

সারাদেশে ১৩ জেলায় নতুন জেলা প্রশাসক

দেশের ১৩টি জেলায় নতুন জেলা প্রশাসক বা ডিসি নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আজ বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে।

উল্লিখিত জেলাগুলো হলো — গাইবান্ধা, সিলেট, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, রাজবাড়ী, নোয়াখালী, নওগাঁ, পিরোজপুর, চুয়াডাঙ্গা, নীলফামারী, চাঁপাইনবাবগঞ্জ ও ঝিনাইদহ। অবশ্য এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ও ঝিনাইদহের ডিসিকে বদলি করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, উপসচিব, আনিসুর রহমানকে গাজীপুরের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষা উপমন্ত্রীর একান্ত সচিব, উপসচিব, মো. শাহগীর আলমকে ব্রাহ্মণবাড়িয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খালিদ মেহেদী হাসানকে নওগাঁর ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. মঞ্জুরুল হাফিজকে নারায়ণগঞ্জের ডিসি হিসেব বদলি করা হয়েছে।

অপরদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু কায়সার খানকে রাজবাড়ী, আশ্রয়ণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক, উপসচিব, মোহাম্মদ জাহিদুর রহমানকে পিরোজপুর, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খানকে চুয়াডাঙ্গা, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব, উপসচিব, দেওয়ান মাহবুবুর রহমানকে নোয়াখালীর ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমানকে গাইবান্ধায়, ঝিনাইদহের ডিসি মো. মজিবর রহমান সিলেটে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মনিরা বেগমকে ঝিনাইদহে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নাফিসা আরেফিনকে নীলফামারীর ডিসি করা হয়েছে। অপরদিকে, ময়মনসিংহের জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক, উপসচিব, এ কে এম গালিব খান চাঁপাইনবাবগঞ্জের ডিসির দায়িত্ব দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 15 =

Back to top button