Lead Newsকরোনাভাইরাস
সারাবিশ্বে করোনায় মৃত্যু ১০ লাখ ছাড়িয়েছে
সারা বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা ১০ লাখ ছয় হাজারেরও বেশি। মোট করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৫ লাখের বেশি মানুষের। সুস্থ হয়েছেন ২ কোটি ৪৮ লাখের বেশি।
ভারতে একদিনে করোনায় ৭শ’ ৭৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মৃত্যু ছাড়িয়েছে ৯৬ হাজার। ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ৬৭১ জন। সেখানে মোট করোনা শনাক্ত ৬১ লাখের বেশি।
যুক্তরাষ্ট্রে নতুন ৩৫৫ জনসহ মোট প্রাণহানি ২ লাখ ৯ হাজার ৮শ’ আট জন। দেশটিতে মোট করোনা শনাক্ত ৭৩ লাখ ৬১ হাজার ছাড়িয়েছে।
এদিকে ব্রাজিলে একদিনে ৩৮৫ জনসহ মোট মৃত্যু ১ লাখ ৪২ হাজারের বেশি। দেশটিতে মোট করোনা শনাক্ত ছাড়িয়েছে ৪৭ লাখ ৪৮ হাজার।