উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, সরকারি কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন, গালাগাল ও হুমকির পর আবার আলোচনায় ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান ওরফে নিক্সন চৌধুরী। এবার প্রশাসনের কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে বেশ কয়েকটি মন্তব্য করেছেন তিনি। নিজ আসনের প্রশাসনিক কর্মকর্তাদের ‘চোর’ও সম্বোধন করে তিনি।
নিক্সন চৌধুরী বলেছেন, ‘আজ ভূমি অফিসে যান টাকা ছাড়া কাজ হবে না। উপজেলায় যান ঘুষ ছাড়া কাজ হবে না। ১০ টাকার কাজ করতে গেলে ৫ টাকাই চোরেরা চুরি কইরা রাইখা দেয়। শুধু এই থানায় নয় সারা দেশেই আছে চোরেরা। আজ চোরেরা একত্র হয়েছে, চোরের সমিতি।’
শুক্রবার বিকেলে চরভদ্রাসন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে প্রয়াত উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় এসব কথা বলেন নিক্সন ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে সাংসদ নিক্সন বলেন, উন্নয়ন মানে শুধু রাস্তা, কালভার্ট, ভবন নির্মাণ না। সরকারি অফিসে জনগণের কাজকে সহজ ও স্বচ্ছ করাও উন্নয়ন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর কাছে এসব অফিসের দুর্নীতির বিচার চাইলে উপস্থিত হাজারো জনতা ‘বিচার চাই বিচার চাই’ স্লোগান দেন।
প্রসঙ্গত, ১০ অক্টোবর চরভদ্রাসনে উপজেলা পরিষদের উপনির্বাচনের দিন ইউএনওকে ফোন করে এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে গালাগাল এবং জেলা প্রশাসককে রাজাকার বলে আলোচনায় আসেন নিক্সন চৌধুরী। এ ঘটনায় ১৫ অক্টোবর চরভদ্রাসন থানায় মামলা করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির করা মামলায় নিক্সন চৌধুরীর বিরুদ্ধে উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, সরকারি কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন, গালাগাল ও হুমকির অভিযোগ আনা হয়।