সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নেবে ভারত-পাকিস্তান
আঞ্চলিক ও নিরাপত্তা ইস্যু নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান আগামী ২৪ শে সেপ্টেম্বর ভার্চুয়ালি অনুষ্ঠিতব্য দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) মন্ত্রিপরিষদের সভায় অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
বার্ষিক এই সভাটি সাধারণত নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে অনুষ্ঠিত হয়ে থাকে। তবে করোনাভাইরাস মহামারির কারণে এ বছর এটি ভার্চুয়ালি আয়োজন করা হচ্ছে। বর্তমানে সংস্থাটির প্রধান হিসেবে নেপাল ওই বৈঠক আয়োজন করবে।
নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গায়ওয়ালি বলেন, বৈঠকটি সার্ক প্রক্রিয়ার পুনঃনিশ্চয়তা, পুনরাবৃত্তি এবং অঙ্গীকার প্রকাশ করবে। বৈঠকটি বার্তা দিচ্ছে- আমাদের প্রচেষ্টা চলছে, আমরা এগিয়ে যাচ্ছি, সার্ক এখনও প্রাসঙ্গিক।
২০১৪ সাল থেকে অকার্যকর হয়ে রয়েছে সার্ক৷ কারণ গত কয়েক বছরে পাকিস্তানের সঙ্গে বৈরিতার কারণে সার্কের প্রতি ভারতের রাজনৈতিক আগ্রহ অনেকটাই হ্রাস পেয়েছে।
সূত্রঃ জাগো নিউজ